All publications of www.chatona71.com . Mohanganj , Bangladesh
নেত্রকোনা মোহনগঞ্জ
সেচ্ছায় রক্তদানে মোহনগঞ্জ সংঘটনের পক্ষ থেকে১৩ই নভেম্বর লেখক হুমায়ন আহম্মের জন্মবার্ষিকী উপলক্ষে, সেচ্ছায় রক্তদানে মোহনগঞ্জ সংঘটনের এর উদ্যোগ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করা হয়ে।
প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ পরিক্ষা করে রিপোর্ট দেওয়া হয়েছে।
ও সবাইকে রক্তদানে উৎসাহী করেছেন। উক্ত সংঘটনের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম সৈকত ও সাধারন সম্পাদক আহম্মেদ শুভ ও সহ সভাপতি আছুমা আক্তার মুক্তা, যীদনী আকন্দ,তাপস, সমাপ্ত তাদের প্রচেষ্টায় এই প্রথম কোন সেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে এই উদ্যেগ টি নিয়েছেন, এবং সাফল্য মন্ডিলিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন কবি রইস মনরম ও এমদাদুল ইসলাম খোকন ভাই সহ আরো অনেকেই।
সার্বিকভাবে ভাবে সহযোগিতা করেছেন মোহনগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ শহীদ ইকবাল, তাহমিনা পারবীন বীতি, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, মোঃ মাহাবুব আলম সেলিম এস আই ওলিউল্লা।
এলাকাবাসী যুবকদের এইরকম উদ্যেগ দেখে অনেক খুশি।
সংগঠনের সভাপতি সাথে কথা বলার সময় বলেন আমরা সেচ্ছাসেবী আমাদের কোন জাত/ দল নেই, যেকোনো সময় রক্তের প্রয়োজন হলে আমরা বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিতে চেষ্টা করি।
পরবর্তী জিজ্ঞেস এ বলে অনেকে রক্তাদান বিষয় বুজাতে কষ্ট হয়,তার পরও চেষ্টা করি।
আর সকল জনতার উদ্দেশ্য বলেন আমরা সেচ্ছাসেবী আমারা কখনো রোগীর নিকট টাকা চায় না।
যদি সংগঠনের নাম ভাঙ্গিয়ে কেউ প্রতরনা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্তা নেওয়া হবে।
আরো প্রশংসা করেন সংঘটনের সিনিয়র বড় ভাই যিদনী আকন্দের প্রতি।
মাদকে না বলুন নিয়মিত রক্তদান করুন।
এটি একটি অনলাইন ভিত্তিক সংঘটন
ফেসবুকঃ সেচ্ছায় রক্তদানে মোহনগঞ্জ
- রিপোটার
- সৈকত
- মোহনগঞ্জ প্রতিনিধি