All publications of Jwel Rana . Farīdpur , Gonaoprojatontri Ban
শ্রেষ্ঠ মানবী
_____________________
তুমি আছো স্মৃতির পাতায়
এক খন্ড নক্ষত্র হয়ে
শুরু থেকে শেষ অবধি
আমি যাব তোমায় বয়ে।
অশ্রু দিয়ে কলংক তোমার
বার বার দেবো ধুয়ে
দেবো না কোন প্রলয়ে
তোমায় যেতে খুঁয়ে।
প্রতি হাজার শতাব্দী
তুমি যাবে রয়ে
কোন শ্রেষ্ঠ নিদর্শন হবে
পৃথিবীতে তোমায় নিয়ে।
লাখো কোটি বছর
তোমার স্মৃতি থাকবে দাঁড়িয়ে
তোমার ভালোবাসার প্রতি
শ্রদ্ধা দেবে বাড়িয়ে।
কোনো কালে যদি
যায় আমি নুয়ে
পৃথিবী তোমার পানে
দেবে হাত বাড়িয়ে।
প্রতিটি কন্ঠে দেবে
তোমারই গান ধরিয়ে
বাজবে সুরে সুরে
প্রতিটি মানবের হৃদয় ছুঁয়ে।
তুমি আমার শ্রেষ্ঠ মানবী
দেবো বিশ্বকে জানিয়ে
ছিলে পবিত্র স্বর্গীয় দেবী
দেবো পরিচয় করিয়ে।
বরণ করবে তোমায়
শিশির ছোঁয়া স্নিগ্ধ ফুল দিয়ে
ছিলে পূজারী আমার
বুঝাতে চাইবো ভালোবাসা দিয়ে।
-জুয়েল রানা।
+10
+10
7