All publications of Jamil Ahmed Rafi . Sylhet , Bangladesh
জার্সি উন্মোচন হলো সিডনি ক্রিকেট ক্লাব এর
১৯৯৬ সালে যাত্রা শুরু করে সিডনি ক্রিকেট ক্লাব এবং অফিসিয়ালি কার্যকর পরিষদ ঘটিত হয় ১৯৯৭ সালে,এখ
ঐতিহ্যবাহি সিডনি ক্রিকেট ক্লাব এর অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে।আজ সকাল ৯ ঘটিকায় সিডনি ক্রিকেট ক্লাব এর সভাপতি ও প্রতিষ্ঠাতা জনাম সায়েম খানঁ ও সাবেক সিডনি খেলোয়ারবৃন্দ ক্লাব এর নতুন জার্সি,ব্যাট-বল হস্তান্তর করেন সিডনি ক্রিকেট ক্লাব এর বর্তমান অধিনায়ক জামিল আহমদ রাফির কাছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সায়েম খানঁ,
উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও সিডনি ক্রিকেট ক্লাব এর অন্যতম সিনিয়ন সদস্য বেলাল আহমদ,সারোয়ার আহমদ আনিক,
অলি আহমদ,রিপন আহমদ,জুয়েল আহমদ প্রমুখ
সিডনি ক্লাব এর সদস্য জারিফ আহমদ রাহিম এর মাধ্যমে পবিত্র কোরআন এর সূরা পাঠ করে সভা শুরু হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যতম সদস্য তানভীর।দলনেতা রাফি,রাব্বি,রাজু,সাজন,নাহিদ,মাহিদ,ইমন,ময়নুল,শুয়েব,রাহিম,সাব্বির,জাহিদ,হাসান প্রমুখ।
সিডনি ক্রিকেট ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সাবেক সদস্যরা উক্ত সভায় ক্লাব এর যেকোনো পরিস্থিতিতে সাহায্য করার কথা জানান এবং ক্লাব কে সিলেটের মধ্যে
একটি মডেল হিসেবে তৈরি করবেন বলে আশা ব্যক্ত করেন।