All publications of BD-47972 . Jhingergācha , Bangladesh
হাসিনা-মোদী বৈঠক: কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে?
দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। ৫ অক্টোবর, ২০১৯
একবছরের বেশি সময় পর বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি একটি বৈঠক করতে যাচ্ছেন।
তবে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অন্য কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যদিও দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন, সীমান্ত সংঘাতের মতো অনেক বিষয় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন ইঙ্গিত দিয়েছেন, এই আলোচনায় দুই দেশের মধ্যের বড় বড় ইস্যুগুলো গুরুত্ব পাবে।তিনি বলেছেন, ''সবকিছু নিয়েই কথা বলার সুযোগ আছে। সবগুলো নদী যাতে বিলি বণ্টন ঠিকমতো হয়, সেজন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করার চেষ্টা করছি। আমরা একটি কমপ্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করতে চাই, সেই প্রচেষ্টা আমাদের আছে।''
এক বছরের বেশি সময় পর প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যদিও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা হচ্ছে ভার্চুয়াল পদ্ধতিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদী গত বছরের ৫ই অক্টোবর নয়াদিল্লিতে সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
এই আলোচনার সময় দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই তালিকায় নেই বহুল আলোচিত এবং বাংলাদেশের কাঙ্ক্ষিত পানি বণ্টন, সীমান্ত সমস্যার মতো বিষয়।
তবে পররাষ্ট্রমন্ত্রী মি. মোমেনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে দেশ দু'টির মধ্যে নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। তবে এ ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি।