All publications of Deleted . ,
এলুমিনিয়াম টেকনিশিয়ান থেকে একজন ফটোগ্রাফার।
শিবালয় উপজেলার, নিহালপুর গ্রাম এর একজন তরুন মোঃ মোনায়েম ইবনে বাপ্পী। সে মধ্যবিত্ত পরিবারের সন্তান, তার কাছে আমরা জানতে পারি পরিবার এর আর্থিক অবস্থা ভালো না থাকায় ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত নিজের কাকার দোকান এ এলুমিনিয়াম টেকনিশিয়ান এর কাজ করতেন। এরপর তার বন্ধুর ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে এক সময় ফটোগ্রাফার হিসেবে ভালো পরিচিতি লাভ করেন। ২০১৮ তে তিনি মোস্তাফিজ নিশাত খান এর সাথে জুনিয়র ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। ২০১৯ এর ২৭ ডিসেম্বর তারুণ্যের আলোকচিত্র থেকে ফটোগ্রাফি সনদও লাভ করেন। এখন ও তিনি কসমিক্যাল গ্যালারি তে ফটোগ্রাফার হিসেবে আছেন।তার সপ্ন একদিন অনেক বড় সিনেমাটোগ্রাফার হবেন। আমাদের কে তার মুল্যবান সময় টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
+13
+10
18