All publications of Richard Walker . Dhaka , Bangladesh
Humtalk
Humtalk একটি সোশ্যাল মিডিয়া বাংলাদেশি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি চালু হয় ২৮ জুলাই ২০২০ তারিখে। বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। এটাতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। এই কোম্পানির মালিক
আল ইমরান নিলয়। তিনি একজন বাংলাদেশি প্রোগ্রাম।ার
আল ইমরান নিলয় এই ওয়েবসাইটটি তৈরি করে এটি জাভাাস্ক্রিপ্ট, ফ্রন্ট্ট ইন্ড, C++ এবং বেশ কিছু ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি। এটিতে মূলত একজন ইউজার সকল ধরনের সুবিধা ভোগ করতে পারবে। একজন ইউজার তার সকল কার্যক্রম তুলে ধরতে পারবে। বন্ধুদের সাথে শেয়ার করা কথা বলা ভিডিও কলিং বা অডিও কলিং সম্পূর্ণ ফ্রিতে করা যাবে। একই সাথে Humtalk এর পাশাপাশি এই কোম্পানির যৌথ বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট রয়েছে। এই কোম্পানি পার্টনারশিপ হওয়ার কারণে নাম দেওয়া হয়েছে Humtalk LLC.
Website: humtalk.com
Humtalk এর সম্পর্কে ধারণা:
এই ওয়েবসাইট এর নিজস্ব ডাটাবেজ সেন্টার না থাকলেও ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর উপলক্ষে এই কোম্পানি আরো অনেক বড় ভাবে বৃদ্ধি হবে। দেশের জিডিপি ক্ষেত্রে এই কোম্পানী বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে। এছাড়া তাদের নিজস্ব অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে। মূল অ্যাপস ছাড়াও তাদের বিটা ভার্সন অ্যাপস রয়েছে যা খুব কম এমবি। তারা সকল ইউজার এর সুযোগ সুবিধা দিক বিবেচনা করে।
মূলত এই ওয়েবসাইটটিতে অনেক ধরনের ফিউচার রয়েছে। এবং ইউজার সুরক্ষা ক্ষেত্রে তারা বড় ধরনের ভূমিকা পালন করে। তারা প্রতিজ্ঞা করে যে কোন মতেই তাদের ইউজার ডাটাবেজ পাবলিকলি শেয়ার হবে না। আল ইমরান নিলয় বলেন যে যদি কোন মতে তাদের ইউজার ডাটাবেজ পাবলিকলি শেয়ার হয় তাহলে সেদিন সাথে সাথে তাদের কোম্পানি বন্ধ করে দেবে। এছাড়াও সর্বোচ্চ নিরাপত্তা তাদের কাছে রয়েছে। ইউজার এর পাসওয়ার্ড এবং টু ভেরিফিকেশন খোলা থাকলেই কোনমতেই ওয়েবসাইট হ্যাক সম্ভব নয়। ইউজার যেন কোনমতে সমস্যায় না ভোগে তার জন্য তাদের শক্তিশালী সার্ভার রয়েছে।
Humtalk এর ইতিহাস:
২০১৮ সাল থেকে এই কোম্পানির কার্যক্রম শুরুু হয়। যদিও পাবলিশ হয় ২০২০ সাল এর জুলাইয়ের দিকে। বর্তমান ফাউন্ডার এবং CEO আল ইমরান নিলয় তার স্বপ্নন ছিল বাংলাদেশ একটি উন্নত বিশ্বের আন্তজার্তিক মানে একটি যোগাযোগ সামাজিক মাধ্যম হবে। ২০১৮ থেকে এটি কাজ শুরু হয়। এবং ২০২০ সালে তিনি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে সফল হন। আল ইমরান নিলয় একজন প্রোগ্রামার।
ব্যবহারকারীর সুযোগ সুবিধা:
একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত জীবন পাবলিকলি শেয়ার করতে পারবে, ফ্রী অডিও কল এবং ভিডি কল করতে পারবে। যদি ব্যবহারকারীর প্রোফাইল গুপ্ত রাখতে চায় প্রাইভেসি সেটিং রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবে। লাইক কমেন্ট শেয়ার করতে পারবে। ব্লগ আর্টিকেল পোস্ট করতে পারবে। মুভি দেখা, গেম খেলা, কমন কানেকশন, ফাইন্ড ফ্রেন্ড, ইভেন্ট, এবং অ্যাডভাইজিং, ব্যক্তিগত বাা ইন্টারটেইনমেন্ট এর জন্য পেজ তৈরি করতে পারবে। এছাড়া একজন ব্যবহারকারীর জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এন্টারটেনমেন্ট