All publications of Md Sayed Noor . Cox’s Bāzār , Bangladesh
ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমেরিকা ছেড়ে যাবেন যেসব তারকা
বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকায় আজম ঙ্গলবার ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।দেশটির ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হবে এই ভোট গ্রহন এর মাধ্যমে।অন্যদিকে এইবার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে অনেকেই যুক্তরাষ্ট্র ছেড়ে ছলে যাওয়ার কথা বলেছেন এতিমধ্যে।তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তারাকারা এবং সাধারণ মানুষেরও।তাদের পক্ষ থেকে এর আগেও এমন প্রতিশ্রুতি এসেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বছরের অনেকটা সময় কেটেছে মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় এর পাশাপাশি তিনি গত প্রথম চার বছরের নিজের সাফল্য হিসেবে কর বাতিল এবং নজরদারি মুক্তির কথা বলে আসছেন।পূর্বের প্রেসিডেন্ট ওবামা আমলে তিনি স্বাস্থ্যসেবা আইন বাতিল করে এবং ঐ স্থানে এখনো পর্যন্ত নতুন করে কোন কিছু পরির্বতন আনতে পারে নাই তিনি।বর্তমান প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের বেশি সময় বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে ভ্যাকসিন, চিকিৎসা সহ বিভিন্ন বিষয় নিয়ে সময় চলে গেছে চলতি বছরে।
তাছাড়া ২০১৬ সালের নির্বাচনের পূর্বে কয়েক জন তারকা ঘোষণা দিয়েছিলেন জন,ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে এই বার নির্বাচনে তারা আমেরিকা ছেড়ে চলে যাবেন।তারা হলেন জন স্টুয়ার্ট,লিনা ডানহাম,স্যামুয়েল এল জ্যাকসনের। তবে ঠিক একি ধরনের ঘোষণা দিয়েছেন বেশ কিছু তারকা এইবারেও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এসব তারকার তালিকায় রয়েছেন ব্রুস স্প্রিংস্টিন, টমি লি, রিকি মার্টিন, জন লিজেন্ড ও ক্রিসি টিজেন। কিন্তু কেন তারা আমেরিকা ছেড়ে যাবেন? আসুন জেনে নেওয়া যাক তাদের বক্তব্য।
জন লিজেন্ড ও ক্রিসি টিজেনঃ জন লিজেন্ড ও ক্রিসি টিজেনও ঐ তালিকার বাহিরে কেউ নয়।তিনি এর আগে ২০১৯ সালে ঘোষণা দিয়েছিলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয় হয় আমি এই দেশ ছেড়ে চলে যাব।সেই সময় তার বক্তব্য ছিল "আমার পুরো পরিবার জম্ম এই দেশে আমার বেড়া ওঠা সব কিছু এখানে কিন্তু তা,ও আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর এতটাই বিরক্ত যে আমেরিকা ছেড়ে চলে অন্যত্র যাওয়ার কথা ভাবতে হচ্ছে"।আমার শৈশব জন্য এমন একটা সিন্ধান্ত নেওয়া আমার জন্য খুবই কঠিন।কিন্তু একজন নেতা যখন পুরো দেশ ও গণতন্ত্রকে ধ্বংসের কাজে মেতে ওঠেন, তখন এছাড়া আর কী করার থাকতে পারে,তা আমার কাছে জানা নেই।’
Get More information click This