Local সিলেট Sylhet Bib news, Gonaoprojatontri Banglade
জার্সি উন্মোচন হলো সিডনি ক্রিকেট ক্লাব এর
১৯৯৬ সালে যাত্রা শুরু করে সিডনি ক্রিকেট ক্লাব এবং অফিসিয়ালি কার্যকর পরিষদ ঘটিত হয় ১৯৯৭ সালে,এখ
ঐতিহ্যবাহি সিডনি ক্রিকেট ক্লাব এর অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে।আজ সকাল ৯ ঘটিকায় সিডনি ক্রিকেট ক্লাব এর সভাপতি ও প্রতিষ্ঠাতা জনাম সায়েম খানঁ ও সাবেক সিডনি খেলোয়ারবৃন্দ ক্লাব এর নতুন জার্সি,ব্যাট-বল হস্তান্তর করেন সিডনি ক্রিকেট ক্লাব এর বর্তমান অধিনায়ক জামিল আহমদ রাফির কাছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সায়েম খানঁ,
উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও সিডনি ক্রিকেট ক্লাব এর অন্যতম সিনিয়ন সদস্য বেলাল আহমদ,সারোয়ার আহমদ আনিক,
অলি আহমদ,রিপন আহমদ,জুয়েল আহমদ প্রমুখ
সিডনি ক্লাব এর সদস্য জারিফ আহমদ রাহিম এর মাধ্যমে পবিত্র কোরআন এর সূরা পাঠ করে সভা শুরু হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যতম সদস্য তানভীর।দলনেতা রাফি,রাব্বি,রাজু,সাজন,নাহিদ,মাহিদ,ইমন,ময়নুল,শুয়েব,রাহিম,সাব্বির,জাহিদ,হাসান প্রমুখ।
সিডনি ক্রিকেট ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সাবেক সদস্যরা উক্ত সভায় ক্লাব এর যেকোনো পরিস্থিতিতে সাহায্য করার কথা জানান এবং ক্লাব কে সিলেটের মধ্যে
একটি মডেল হিসেবে তৈরি করবেন বলে আশা ব্যক্ত করেন।
Bike riding day for me and friends ?we enjoyed this day a lot.It was holiday,so we decided to go on a long ride.It was about 140 km in distance.For the long track,we took our way at morning 6 o clock.we spent all day on it and came back home safely at night 10 o clock.
Latest news Sylhet - here are the news of nearby cities
At present people are being deprived of human rights in different countries of the world. It is the moral responsibility of all of us to be by their side.
নেত্রকোনা মোহনগঞ্জ
সেচ্ছায় রক্তদানে মোহনগঞ্জ সংঘটনের পক্ষ থেকে১৩ই নভেম্বর লেখক হুমায়ন আহম্মের জন্মবার্ষিকী উপলক্ষে, সেচ্ছায় রক্তদানে মোহনগঞ্জ সংঘটনের এর উদ্যোগ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করা হয়ে।
প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ পরিক্ষা করে রিপোর্ট দেওয়া হয়েছে।
ও সবাইকে রক্তদানে উৎসাহী করেছেন। উক্ত সংঘটনের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম সৈকত ও সাধারন সম্পাদক আহম্মেদ শুভ ও সহ সভাপতি আছুমা আক্তার মুক্তা, যীদনী আকন্দ,তাপস, সমাপ্ত তাদের প্রচেষ্টায় এই প্রথম কোন সেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে এই উদ্যেগ টি নিয়েছেন, এবং সাফল্য মন্ডিলিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন কবি রইস মনরম ও এমদাদুল ইসলাম খোকন ভাই সহ আরো অনেকেই।
সার্বিকভাবে ভাবে সহযোগিতা করেছেন মোহনগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ শহীদ ইকবাল, তাহমিনা পারবীন বীতি, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, মোঃ মাহাবুব আলম সেলিম এস আই ওলিউল্লা।
এলাকাবাসী যুবকদের এইরকম উদ্যেগ দেখে অনেক খুশি।
সংগঠনের সভাপতি সাথে কথা বলার সময় বলেন আমরা সেচ্ছাসেবী আমাদের কোন জাত/ দল নেই, যেকোনো সময় রক্তের প্রয়োজন হলে আমরা বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিতে চেষ্টা করি।
পরবর্তী জিজ্ঞেস এ বলে অনেকে রক্তাদান বিষয় বুজাতে কষ্ট হয়,তার পরও চেষ্টা করি।
আর সকল জনতার উদ্দেশ্য বলেন আমরা সেচ্ছাসেবী আমারা কখনো রোগীর নিকট টাকা চায় না।
যদি সংগঠনের নাম ভাঙ্গিয়ে কেউ প্রতরনা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্তা নেওয়া হবে।
আরো প্রশংসা করেন সংঘটনের সিনিয়র বড় ভাই যিদনী আকন্দের প্রতি।
মাদকে না বলুন নিয়মিত রক্তদান করুন।
এটি একটি অনলাইন ভিত্তিক সংঘটন
ফেসবুকঃ সেচ্ছায় রক্তদানে মোহনগঞ্জ
- রিপোটার
- সৈকত
- মোহনগঞ্জ প্রতিনিধি
The country of beauti kishoreganj zila, Bangladesh.
At first I say my country. This country name of Bangladesh.It is a small country but it has large population.But, it has beautiful place.
This is another place is kishoreganj zila. It is a beautiful place of my country. It is place of another beautiful was mitamoien hawor. It has a government college and a nicely river. The river name was Narsunda river.It is a beautiful and a big river of my country.
I will invite for world people. You are traveling for my country and travelled my district.
At last I say you will be happy for my country visit.
শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। আজ এমন সময় তার জন্মদিন এসেছে, যখন করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আক্রান্ত। তাই জন্মদিন উদযাপন হলেও তা যে অন্যান্যবারের মতো জাঁকজমকপূর্ণ হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না।
শেখ হাসিনা
এমনকি প্রধানমন্ত্রী নিজেই তার জন্মদিন এ বছর সেভাবে উদযাপন করতে নিষেধ করেছেন। সম্প্রতি দলীয় এক বৈঠকে দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এ সংক্রান্ত এক প্রস্তাব করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ জনগণের নেত্রী মনে করেন, করোনার কারণে যেখানে দেশের মানুষ কষ্টে আছেন, সেখানে তিনি কীভাবে আনন্দ করবেন, অথচ তিনি জনগণের সুখ-দুঃখের সঙ্গটানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। ভাই-বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের এক কালরাতে হায়েনারা তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু তারা দুই বোন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হলে সপরিবারে ঢাকায় আসেন। পরে ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। একই বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন। ১৯৭৩ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
প্রধানমন্ত্রী ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রলীগ নেত্রী হিসেবে আইয়ুববিরোধী আন্দোলন ও ছয় দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে থাকাকালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। সায়মা ওয়াজেদ পুতুল ও সজিব ওয়াজেদ জয় নামে তাদের দুই সন্তান রয়েছে।
১৯৭৫ সালে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে গুলি করে হত্যা করে। ওই সময় দেশে ফেরার পরিবেশ না থাকায় শেখ হাসিনা ইউরোপ ছেড়ে স্বামী-সন্তানসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। পরে ১৯৮১ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর একই বছর ১৭ মে দেশে প্রত্যাবর্তন করেন তিনি।
১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। মাঝে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে। পরে ২০০৮ সালে নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসেন তিনি। সেই থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা।
এদিকে, কোভিড-১৯ এর মহামারির আতঙ্কের মধ্যেই বাংলাদেশের এই মহান নেত্রীর জন্মদিন হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।
নেত্রীর জন্মদিন উপলক্ষে নিজ দলের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের মানুষ আজ বঙ্গবন্ধুর কন্যা ও দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবেন।
মানবতার নেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে সব মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।